মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রাজশাহীতে অস্ত্র বিক্রি করতে এসে র্যাবের হাতে ধরা পড়েছেন মো. সুকচান (২০) নামে এক যুবক। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ৮টার দিকে নগরীর পদ্মাআবাসিক এলাকা থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
তিনি নগরীর বিনোদপুর ডাশমারির কোরিডোর মোড় এলাকার আক্তার হোসেনের ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, একটি ম্যাগাজিন ও দুইরাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রাজশাহীর র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মাইনুল ইসলাম জানান, ওই যুবক পদ্মা আবাসিক এলাকায় অস্ত্র বিক্রির জন্য ঘোরাঘুরি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব তার পিছু নিলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।