বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন
আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়া পুষ্টি বিষয়ক সচেতনা বৃদ্ধি ও ভেজাল ঝাদ্য প্রতিরোধে করণীয় শীর্ষক সভায় সমাজের ঝুঁকিপূর্ণ দরিদ্র তিন নারী ও দুই পুরুষ ক্ষুদ্র ব্যবসা করার জন্য পেল আর্থিক সহায়তা।
বুধবার দুপুরে কারিতাস উদ্যম প্রকল্পের গনকবাড়ী শাখার উদ্যোগে আশুলিয়ার ভাদাইল হাশেম ভূইয়া মডেল হাইস্কুল মাঠে এসভা অনুষ্ঠিত হয়।
কারিতাস ইকোনমিক রি-ইন্টিগ্রেশন প্রকল্পের জব ক্রিয়েশন অফিসার আগষ্টিন মিন্টু হালদারের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আলহাজ্ব আবু সাদেক ভূইয়া।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, কারিতাস উদ্যম প্রকল্পের গনকবাড়ী শাখার এডুকেটর সুমন জন রোজারিও, ইউনিট অফিসার দিলদার হোসেন। এতে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, এনজিও প্রতিনিধি, স্বাস্থ্য কর্মী, ইউপি সদস্য, সমাজসেবক, সরকারী ও বেসরকারী কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ্য জীবন যাপনের লক্ষ্যে ভেজালমুক্ত খাদ্যের বিকল্প নেই। ভেজাল খাদ্য স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। ভেজাল খাদ্যের সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান বক্তারা। শেষে কারিতাস উদ্যম প্রকল্প থেকে ঝুঁকিপূর্ন দরিদ্র পরিবারের তিন জন নারী ও দুইজন পুরুষ সদস্যেকে ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা দেওয়ার হয়।