মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন
আশুলিয়ায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস সদস্যদের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুরের চন্দ্রা থেকে ছেড়ে আসা ইতিহাস পরিবহনের এ বাস নবীনগর হয়ে রাজধানীর মিরপুরের দিকে যাচ্ছিল। এ সময় কবিরপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে তাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। পরে দুটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আশুলিয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি। ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’