বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : আশুলিয়ায় হত্যাচেষ্টা মামলায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বুধবার বিকেল ৫টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর ১০ তলার সামনে থেকে আসাদ হোসেন (২০) কে আটক করা হয়। এর আগে সোমবার রাতে হৃদয় নামের আরও একজন আটক করা হয়।
আটককৃতরা হলো- শরীয়তপুর জেলার জাজিরা থানার ডোবাডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আসাদ হোসেন (২০) ও খুলনা জেলার খানজাহান আলী থানার গিলাতলা গ্রামের মৃত শেখ হাসানের ছেলে হৃদয়। তারা উভয় আশুলিয়ার ডেন্ডাবর উত্তরপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো।
এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই হারুন-অর-রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যাচেষ্টা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অন্যজনকে আগামীকাল বৃহষ্পতিবার আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, এ ঘটনার সাথে জড়িত সকলকে আটকের চেষ্টা চলছে, খুব শিগ্রই সবাইকে আটক করতে সক্ষম হবো।
প্রসঙ্গত যে, গত ১৭ নভেম্বর রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার ব্যবসায়ী মিজানুর রহমান ও তার ছেলে মাহবুবুর রহমান বাড়ি ফেরার পথে কিশোর গ্যাং লিডার আনোয়ার নেতৃত্বে একদল কিশোর গ্যাং দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় তাদের কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ।