বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন
স্কাউটিং হচ্ছে যুব সম্প্রদায়ের একটি গতিশীল আন্দোলন যা জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য খোলা বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক আন্দোলন। স্কাউট আন্দোলন এর প্রতিষ্ঠাতা বরার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল সংক্ষেপে বি.পি (ব্যাডন পাওয়েল) যার জন্ম ১৮৫৭ সালে ২২ ফেব্রুয়ারি লন্ডন শহরে।
কাবিং এর অতীতের কথা বলতে হলে প্রথমেই বলতে হয় Rudyard kipling এর “The Jungle Book” এর কথা। এর মধ্যে নেকড়ে বাঘের বর্ণনায় নেকড়ে বাঘের বাচ্চাকেই কাব বলা হয়। ব্যাডেন পাওয়েল The Jungle Book থেকেই কাবিং এর ধারণা নিয়েছেন। ১৯০৭ সালে পোলহারে অবস্থিত বাউন্সী দ্বীপে প্রথম স্কাউট ক্যাম্প অনুষ্ঠিত হয়। ১৯১৪ সালে প্রথম কাবিং শুরু হয়। ১৯৭২ সালে বাংলাদেশে প্রথম Boys স্কাউট সমিতি গঠন হয়। ১৯৭৭ সালে বাংলাদেশে ২৭-৩০ ডিসেম্বর ঢাকাস্থ খিলগাঁও সরকারি উচ্ছ বিদ্যালয়ে প্রথম জাতীয় কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়। স্কাউটিং এর শাখা ৩টি ১) কাব স্কাউট ২) স্কাউট ৩) রোভার স্কাউট।
কাব মটো যথাসাধ্য চেষ্টা করা (Do your best) কাব আইন দুইটি ১) বড়দের কথা মেনে চলা ২) নিজেদের খেয়ালে কিছু না করা। কাব প্রতিজ্ঞা একটি যার ৩টি অংশ আমি প্রতিজ্ঞা করছি যে, ক) আল্লাহ্ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে খ) প্রতিদিন কার ও না কারো উপকার করতে গ) কাব স্কাউট আইন মেনে চলতে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। কাবের ব্যাজ ২ প্রকার। ক) দক্ষতা ব্যাজ খ) পারদর্শিতা ব্যাজ। প্রতি ছয় জনে এক ষষ্ঠক। একটি ইউনিটে সর্বোচ্চ চব্বিশ জন, সর্বনিম্ন বার জন। একজন কাব স্কাউট সর্বোচ্চ অ্যাওয়ার্ড অর্জনে ২ বৎসর এ তাকে ৪টি দক্ষতা ও ১১টি পারর্দশিতা ব্যাজ অর্জন করে প্রধানমন্ত্রীর নিজ হাত থেকে শাপলা পুরস্কার গ্রহণ করে।
স্কাউটিং এর উপকারিতা
• স্কাউটিং নিয়মানুবর্তী, সময়ানুবর্তী ও দেশপ্রেমিক হতে সাহায্য করে।
• স্কাউটিং চরিত্র গঠনে সহায়ক।
• স্কাউটিং শরীর সুস্থ ও সবল রাখতে সাহায্য করে। স্কাউটিং সৎ ও সত্যবাদী হওয়ার শিক্ষা দেয়। স্কাউটিং ছেলে-মেয়েকে চৌকষ করে গড়ে তুলে।
• স্কাউটিং ছেলে-মেয়েদের নেতৃত্ব মেনে নিতে শেখায়।
• স্কাউটিং বিশ্বভ্রাতৃত্ব ও বন্ধুত্বের সুযোগ সৃষ্টির মাধ্যমে উদারতা শিক্ষা দেয়।
• স্কাউটিং ছেলে-মেয়েকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলে।
• স্কাউটিং আত্ম প্রত্যয়ী হওয়ার শিক্ষা দেয়।
• স্কাউটিং শ্রমের মর্যাদা শেখায়।
• স্কাউটিং সমাজ সচেতন হতে শেখায়।
• স্কাউটিং ছেলে-মেয়েকে অবসর সময়ে গঠন মূলক কাজে যোগ দিয়ে মূল্য বোধের অবক্ষয় রোধে সাহায্য করে।