মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মো. তমিজ উদ্দিনের নেতৃত্বে ছাত্রদল কর্মী ও সমর্থকদের বিশাল র্যালি নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় ছাত্রদল আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মো. তমিজ উদ্দিনের নেতৃত্বে র্যালিটি এক বিশাল শোভাযাত্রায় রূপ নেয়। দলীয় পতাকা ও জাতীয়তাবাদী চেতনার স্লোগানে মুখরিত র্যালিটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের অনুষ্ঠানে উপস্থিতি জানান দেয়। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “ছাত্রদলের এই ঐতিহ্যবাহী দিনটি আমাদের জন্য সংগ্রামের নতুন বার্তা নিয়ে আসে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী চেতনাকে এগিয়ে নিতে প্রতিজ্ঞাবদ্ধ।”
এসময় মো. তমিজ উদ্দিন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, “জাতীয়তাবাদী চেতনাকে সামনে রেখে আমরা দেশের স্বার্থে কাজ করে যাব।”
অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনটি ছাত্রদলের নেতাকর্মীদের জন্য গৌরব ও অনুপ্রেরণার নতুন অধ্যায় সৃষ্টি করেছে।