বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : খুলনায় দেলোয়ার হোসেন দিলু হত্যা মামলার আসামি শাহিনুর রহমান তাজুকে (৪৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরও চার আসামিকে খালাস দেয়া হয়েছে।
রোববার (৩১ জানুয়ারি) খুলনা মহানগর দায়রা জজ মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলী কেএম ইকবাল হোসেন ও কামরুল ইসলাম জোয়ার্দার জানান, আলোচিত হত্যা মামলায় শাহিনুর রহমান তাজু নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহিনুর রহমান তাজুর ভাই হাসানুর রহমান কাজু, রাজু, তার মা নুরজাহান বেগম ও ভাগনে এহসান মোল্লাকে খালাস দিয়েছেন আদালত।
মামলার এজহার থেকে জানা যায়, ২০১৩ সালের ১৬ জুন সিমেন্ট্রি রোডের হোটেল আরামের সামনে হাতুড়ি দিয়ে পিটিয়ে দেলোয়ার হোসেন দিলুকে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী শওকত আরা রানু বাদি হয়ে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) তাপস কুমার পাল ৫জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। স্বাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এক আসামিকে ফাঁসির আদেশ ও বাকিদের খালাস দেন।
এসএস