মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রাঙামাটির কাপ্তাইয়ে রাতের আঁধারে বন্যহাতির আক্রমণে মানসিক প্রতিবন্ধী (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার সকালে বন প্রহরীরা হাত-পা বিচ্ছিন্ন রক্তাক্ত মানসিক প্রতিবন্ধীকে দেখতে পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালে তারা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ বন উন্নয়ন প্রশিক্ষণ ছাত্রাবাসের সামনের ৪নং বাংলো সংলগ্ন নৌবাহিনী সড়ক এলাকা থেকে হাত-পা বিচ্ছিন্ন মানসিক প্রতিবন্ধীকে উদ্ধার করে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মহসিন তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় একজন পাগল জঙ্গলে এবং এলাকার আশপাশে ঘোরাঘুরি করত। রোববার (৭ মার্চ) ভোর প্রায় ৬টায় বন প্রহরীরা ডিউটি করার সময় দেখেন রাতের কোনো এক সময় ওই পাগলকে বন্যহাতি আক্রমণ করে হাত-পা বিচ্ছিন্ন করে সড়কের পাশে ফেলে রাখে।
গত বছরও একই এলাকায় স্থানীয় আরও এক পাগলকে হাতি আক্রমণ করে মেরে ফেলে। এ নিয়ে গত দুই বছরে কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে পাঁচজনের মৃত্যু হয়েছে।
এদিকে কাপ্তাই পুলিশ সার্কেল রোশন আরা রব জানান, বর্তমানে হাতির উৎপাত ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন বন্যহাতি দল বেঁধে ক্যাম্পের ভেতর ও আশপাশ এলাকায় ঢুকে পড়ছে। এতে সবাই আতঙ্কিত হয়ে পড়ছে বলে তিনি জানান।
হাতির আক্রমণে নিহত ব্যক্তির মরদেহ দেখতে ঘটনাস্থলে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ (ডিএফও), কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, সহকারী ভূমি কমিশনার মাঈনুল হোসেন চৌধুরী, সহকারী বন সংরক্ষক মীর মোস্তাফিজুর রহমান ও কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে কাপ্তাই থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।