মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সাভারে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার ও ভূমি দস্যূদের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভাকুর্তা ইউনিয়নের টোটালীয়াপাড়ায় এ মানববন্ধনে হামলার শিকার ব্যক্তিরা ও তাদের স্বজন এবং এলাকাবাসি অংশ নেয়। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধন থেকে বক্তারা এলাকার চিহ্নিত ভূমি দস্যুদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
সন্ত্রাসী হামলার শিকার সাইফুল জামান বলেন, সাভার থানাধীন শ্যমলাপুর মৌজায় ২৬ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক আমরা। এলাকার গন্যমান্য ব্যক্তিদের জ্ঞতসারে শান্তিপূর্নভাবে ভোগদখলে আছি। কিন্তু সেই জমিতে গিয়ে দেখতে পাই বিবাদীদ্বয় জমিতে অনাধিকার প্রবেশ করে জমির উপর ইট, বালু, সিমেন্ট, রড, রাখিয়া জমির ৪ পাশে বাউন্ডারী ওয়াল নির্মান করতে চেষ্টা করে। তখন আমরা বাঁধা দিতে গেলে সোসেমান ওরফে গুন্ডা সুলার নেতৃত্বে আবুল, সোহেল, জুয়েল ও ফয়সালসহ একদল সন্ত্রাসী কিছু বুঝে ওঠার আগে আমাদের উপর হামলা করে। এতে আমি সহ আমার সাথে থাকা কয়েক জন গুরুতর আহত হয়। আমরা এঘটনার সুষ্ঠ বিচার চাই। এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, সন্ত্রাসী হামলার শিকার সাইফুল জামান, রাজা আহম্মেদ, সেন্টু, ্ইমরান,মেহের লালসহ স্থানীয় এলাকাবাসি।
উল্লেখ্য, গত ২১ মার্চ বৃহস্পতিবার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাইফুল জামানসহ কয়েক জন গুরুতর আহত হয়েছে। এঘটনা বাদল হোসেন গং বাদি হয়ে সাভার মডেল থানায় শ্যামলাপুর বাহেরচর এলাকার আহাম্মদ আলী ছেলে সোলেমান ও আনছুর আলীর ছেলে আবুল হোসেনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।