মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন
সাভারে অতিরিক্ত মদ্যপানে বাবু ও হাসেম আলী নামে দুই ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১ অগাস্ট) সকালে এই ঘটনা ঘটে। এদের মধ্যে একজন হাসপাতালে মারা যান আর অপরজনের মৃত্যু বাড়িতেই হয়।
নিহতরা হলেন, সাভার পৌরসভার ২ নং ওয়ার্ডের চা দোকানী বাবু (৩৪) ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার মহনপুর গ্রামের মৃত আমু সরকারের ছেলে হাসেম আলী (৫৫)।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে মৃত বাবু ও হাসেম মিয়াসহ মেহেদী নামে আরো একজন মিলে পার্শ্ববর্তী ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বরদাইল এলাকায় গিয়ে মদ্যপান করে। এদের মধ্যে বাবু ও হাসেম সাভারে ফিরে অসুস্থ হয়ে পড়লে সকালে তাদের হাসপাতালে নেওয়ার পথে বাবুর মৃত্যু হয় আর হাসেম মিয়াকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, সকালে হাসেম মিয়া নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার পরিবারের সদস্যরা তিনি অতিরিক্ত মদ্যপান করেছেন বলে আমাদের জানান। তবে মদ্যপানের কোন নমুনা দেখা যায়নি। তিনি বমি ও পাতলা পায়খানা নিয়ে এসেছিলেন। জরুরি বিভাগেই তার মৃত্যু হয়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজু বলেন, দুই জনের মৃত্যুর খবর পেয়েছি। শুনেছি তারা গতরাতে মদ্যপান করেছিল। তবে তাদের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়।