মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন
সাভার থেকে ৯ মাস বয়সী শিশুকন্যাকে চুরি করে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় এক দম্পতির কাছে ৮০ হাজার টাকায় বিক্রি করে দেন বাবা সজীব খান। এমন অভিযোগ এনে মা ফুলময় বালা দাস ওরফে মৌ সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এর ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা থেকে শিশু শ্রীতমা তনু দত্তকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে সাভার মডেল থানা পুলিশ।
আজ সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান সিকদার।
ভুক্তভোগীর বরাত দিয়ে তিনি জানায়, সাভার পৌরসভার শাহীবাগ এলাকায় শিশুটিকে নিয়ে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন মা ফুলময় বালা দাস ওরফে মৌ। এদিকে শিশুটির বাবা সজীব খান কিছুদিন পূর্বে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এক মুসলিম নারীকে বিয়ে করে অন্যত্র থাকেন তিনি। কিন্তু হঠাৎ আগস্ট মাসের মাঝামাঝি সময়ে ফুলময় বালা দাসের বাসায় এসে নিজের ভুল স্বীকার করে তার সাথেই থেকে যান সজীব খান। তবে সপ্তাহ দেড়েক যেতে না যেতেই শিশুটি নিয়ে পালিয়ে যান তিনি।
দিনভর বিভিন্ন স্থানে খোজাখুজির পরে বাবা জানালেন শিশুটিকে আর তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হবে না। এ ঘটনায় বাবা সজিব খানের বিরুদ্ধে সাভার মডেল থানায় শিশুটির মা একটি সাধারণ ডায়েরি করেন। এর ভিত্তিতে পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে গত রাতে রাজধানীর উত্তরা থেকে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে শিশুটি ৮০ হাজার টাকায় বিক্রির প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, শিশুটি রেখে তার মা অন্যের হাত ধরে চলে গেছে, এখন দেখভাল করার কেউই নেই। এমন মিথ্যা কথা বলে শিশু শ্রীতমা তনু দত্তকে বাবা সজিব খান ধামরাইয়ের ইসলামপুর এলাকার নিঃসন্তান এক দম্পতির কাছে দত্তক দেন। তবে দত্তক নিয়ে তাদের মধ্যে লেন-দেন হলেও আমাদের কাছে তার কোন প্রমান নেই। কারণ তাদের চুক্তিপত্রে কোন প্রকার টাকার কথা উল্লেখ ছিল না।
এ ছাড়া ঘটনার পর থেকেই শিশুটির বাবা সজীব খান পলাতক রয়েছে। তবে শিশুটি দত্তক নেওয়া নিঃসন্তান ওই দম্পতিসহ আরো তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল কিন্তু কোন অভিযোগ না থাকায় তাদেরকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি বলেও জানান তিনি।