বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: সাভারে শারদীয় দুর্গোৎসব- ২০২৪ উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার। সাবেক ঢাকা জেলা ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম সোহাগের সঞ্চালনায়
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন এবং সাভার পৌর বিএনপি’র সভাপতি খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টু।
অনুষ্ঠানে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের প্রত্যেকটি পূজার মন্ডপের জন্য ১০হাজার করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি জামাল উদ্দিন সরকার বলেন, আপনারা হিন্দুরা শত শত বছর ধরে এই অঞ্চলে বসবাস করছেন। সুতরাং আপনাদের কিসের ভয়? কেউ আপনাদের পূজা মন্ডপ ভেঙে দিতে আসলে কিংবা কোন ধরনের চক্রান্ত করলে আপনারা এবং আমরা সম্মিলিতভাবে প্রতিহত করব। আপনারা যেমন এই দেশের নাগরিক আমরাও তেমন এই দেশের নাগরিক। অধিকার সমান। কে কোন ধর্মের মানুষ সেটা বড় বিষয় নয়। বড় বিষয় আমরা সবাই বাংলাদেশী। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সাভার উপজেলা বিএনপি আপনাদের পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে ইনশাল্লাহ। আপনাদের ভয়ের কোন কারণ নেই।আমরা পাশে আছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ ও অনুরূপ কথা ব্যক্ত করেন। তারা বলেন, আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা পাশে থাকার অঙ্গীকার করছি। কেউ আপনাদের কোন ক্ষতি করতে পারবেনা।
মতবিনিময় সভায় যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা আপনাদের দূর্গা পূজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে। কেউ যেন আপনাদের কোন প্রকার ক্ষতি করতে না পারে সেদিকে যেমন আপনারা সজাগ থাকবেন, তেমনি আমরাও পাশে থাকবো। আপনারা এবং আমরা হাতে হাত রেখে দায়িত্ব পালন করলে সুষ্ঠুভাবে পূজা শেষ করতে পারবেন। আপনাদের যেকোনো ধরনের সহযোগিতায় আমরা পাশে আছি। মতবিনিময় সভায় সাভার উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। তারা মিছিল শোভা যাত্রা করে সভায় যোগদান করেন।