বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন
সিনিয়র করেসপন্ডেন্ট:
সিলেটের বিশ্বনাথে ব্যবসায়ী ফুল মিয়াকে হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৩ নভেম্বর) বিকেলে সিলেটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার দুদু মিয়া (৫০), উপজেলার মুছেধর গ্রামের তেরা মিয়ার ছেলে দেলোয়ার হোসেন প্রকাশ (৩৬) ও সুনামগঞ্জের চণ্ডিপুর গ্রামের জগত চন্দ্র দাসের ছেলে জয়ন্ত দাস (৩৫)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নিজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, ২০১২ সালে ২৭ জানুয়ারি রাতে বিশ্বনাথ উপজেলার মুছেধর গ্রামের মাসুক মিয়ার ছেলে ব্যবসায়ী ফুল মিয়াকে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ফুল মিয়ার বাবা বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ৩১ মে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।
মামলা চলাকালে হেলাল উদ্দিন নামে এক আসামি মারা যান। অপর আসামির অপরাধ প্রমাণিত না হওয়ায় ওই দু’জনকে খালাস দেওয়া হয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী নিজাম।