সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ‘সঙ্গীত যদি ভালোবাসার রসদ হয়, তবে তুমি গেয়ে যাও…,’ বিশেষ করে চলমান এই বৈশ্বিক মহামারিতে মানুষের চারপাশ যখন সংকুচিত হয়ে গেছে তখন এটি আরও বেশি বাস্তব হয়ে উঠেছে।
আর সম্প্রতি তেমনই এক রোমান্টিক ও মর্মস্পর্শী ঘটনা ঘটেছে ইতালিতে। ৮১ বছর বয়সী স্টেফানো বোজ্জিনির স্ত্রী হাসপাতালে ভর্তি। কিন্তু বিধিনিষেধ থাকায় ভেতরে প্রবেশের অনুমতি নেই বোজ্জিনির। তাই হাসপাতালের বাইরে রাস্তায় বসে স্ত্রীর জন্য ‘সেরেনাড’ বাজানোর সিদ্ধান্ত নেন তিনি। ইউরোপীয় দেশগুলোতে সাধারণত প্রিয় মানুষের জানালার বাইরে বসে বিশেষ এই সুর বাজানো হয়।
অনিন্দ্য সুন্দর এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন তাদের সন্তান মরিজিও। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর তা হয়েছে ভাইরাল।
আর ইতালির উত্তরাঞ্চলীয় শহর ক্যাসেল স্যান জিওভান্নির হাসপাতালের দ্বিতীয় তলার জানালা থেকে বোজ্জিনির স্ত্রী কার্লা সাচ্চি উপভোগ করেছেন প্রিয়তমের বাজানো ভালোবাসার সুর।
এঙ্গেলবার্ট হাম্পারডিঙ্কের ‘স্প্যানিশ আই’ দিয়ে বাজানো শুরু করেন বোজ্জিনি। এরপর স্ত্রীর পছন্দের কয়েকটি সুর বেজে ওঠে তার বাদ্যযন্ত্রে।
গায়ে লাল সোয়েটার, পরনে নেভি প্যান্ট, মাথায় হ্যাট আর মাস্কে ঢাকা ছিল ৮১ বছরের বৃদ্ধ বোজ্জিনির মুখ। সোৎসাহে বাজছিল বোজ্জিনির অ্যাকর্ডিয়ন (এক ধরনের বাদ্যযন্ত্র)। আর চোখমুখে খুশির ঝিলিক নিয়ে তা শুনছিলেন কার্লা।
সুরের তালে তালে হালকা নাচছিল বোজ্জিনির পা। আর বাজানো শেষে স্ত্রীর দিকে হাত নেড়ে ভাব বিনিময় করেন তিনি।
ভিডিওতে শোনা যায়, কেউ একজন ইতালিয়ান ভাষায় বলছেন, ‘কী সুন্দর!’
প্রসঙ্গত, হাসপাতালটি করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা করে না। তাই সংক্রমণ ঠেকাতে ভেতরে কোনো অতিথিকেও ঢুকতে দেয়া হয় না।
ইতালিয়ান গণমাধ্যম এএনএসএ জানিয়েছে, বোজ্জিনি ছিলেন ইতালিয়ান সেনাবাহিনীর সদস্য। আলপিনি পর্বত ইনফ্যান্ট্রি ছিল তার কর্মস্থল।
সবসময় অ্যাকর্ডিয়ন বাজানোর জন্য সহকর্মীদের মধ্যে বিশেষ পরিচিতি ছিল তার। ১৯৭৩ সালে কার্লাকে বিয়ে করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মেয়ে লিখেছেন, ‘এটাই আমার বাবা….এক ও অদ্বিতীয়।’
এসএস