সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
ফাইল ছবি।
স্পোর্টস রিপোর্টার : পাকিস্তান সফরের জন্য আজ থেকে শুরু হচ্ছে ক্রিকেটারদের তিন দিনের প্রস্তুতি ক্যাম্প। সফরের জন্য ঘোষিত ১৫ সদস্যের দল নিয়েই এই প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। প্রথম দিন অনুশীলন শুরু হবে বেলা ২টায় আর দ্বিতীয় ও তৃতীয় দিন শুরু হবে বেলা ১টায়।
নানা জল্পনা-কল্পনার পর অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিটি সফরের আগে দীর্ঘদিন খেলোয়াড়দের অনুশীলনের সুযোগ থাকে। কিন্তু এবার বিপিএলের কারণে আলাদা করে কোন প্রস্তুতি নিতে পারেনি টাইগার বাহিনী। তবে পাকিস্তান সফরে প্রথমে টি-টোয়েন্টি সিরিজ হওয়ায় মাহমুদউল্লাদের খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। কারণ বিপিএল টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় মাহমুদউল্লাহরা একমাস বিদেশি অভিজ্ঞ ক্রিকেটারদের সাথে অনুশীলনের সুযোগ পেয়েছে।
তবুও প্রতিটি সফরের আগে খেলোয়াড়দের আনুষ্ঠানিক প্রস্তুতি ক্যাম্পের প্রয়োজনীয়তা রয়েছে। তাই কিছুটা তাড়াহুড়োর মধ্যেই আজ থেকে তিন দিনের অনুশীলনের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। হেড কোচ রাসেল ডোমিঙ্গোর অধীনেই পরিচালিত হবে পুরো প্রস্তুতি ক্যাম্পটি। তবে প্রস্তুতি ক্যাম্পে কোচিং স্টাফের সব সদস্যরা থাকলেও পাকিস্তান সফরে যাবেন না সবাই।
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সময় সূচি:
২৪ জানুয়ারি : ১ম টি-টোয়েন্টি, লাহোর
২৫ জানুয়ারি : ২য় টি-টোয়েন্টি, লাহোর
২৭ জানুয়ারি : ৩য় টি-টোয়েন্টি, লাহোর
৭-১১ ফেব্রুয়ারি : ১ম টেস্ট, রাওয়ালপিন্ডি
৩ এপ্রিল : একমাত্র ওয়ানডে, করাচি
৫-৯ এপ্রিল : ২য় টেস্ট, করাচি
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস