সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন
রাজধানীর আদাবর এলাকা থেকে মো. শফিউল্লাহ খান নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় আদাবর থানাধীন বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১টি প্রেসক্রিপশন প্যাড, ২টি অটো সিল, ২০টি লিফলেট, ৮ টি ইনজেকশনের ব্যবহৃত খালি শিশি ও ৮টি ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ উদ্ধার করা হয়।
ডিবি লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) মুহম্মদ মনিরুজ্জামান জানান, আদাবর বাইতুল আমান হাউজিং সোসাইটির ১০ নং রোডের খান মেডিসিন কর্নারে একজন ভুয়া ডাক্তার চিকিৎসা প্রদান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ভুয়া ডাক্তার শফিউল্লাহকে আটক করা হয়। তার বিরুদ্ধে আদাবর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।