মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ইয়াবা ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বাভাবিক জীবনে ফেরার আশায় দ্বিতীয় দফায় আরো প্রায় ৩৬ জন ইয়াবা কারবারি ফেব্রুয়ারির শুরুতে আত্মসমর্পণ করছেন। টেকনাফ সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ আত্মসমর্পণ অনুষ্ঠান আয়োজন করার কথা রয়েছে। এতে প্রধান অতিথি থাকছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক—এমনটি জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন।
এর আগে ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফের শীর্ষ ১০২ ইয়াবা কারবারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। তাদের মধ্যে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির চার ভাইও রয়েছেন। এই ১০২ ইয়াবা কারবারির মধ্যে একজন এরই মধ্যে কারাগারে মারা যান। বাকি ১০১ জনের বিরুদ্ধে সম্প্রতি আদালতে অভিযুক্তপত্র (চার্জশিট) দাখিল করে টেকনাফ মডেল থানা পুলিশ।
জেলা পুলিশের সূত্র মতে, দ্বিতীয় দফায় আত্মসমর্পণ করতে যাওয়া ইয়াবা কারবারির সংখ্যা ৩০-৪০ জন হবে। তবে সংখ্যাটি এখনো সুনির্দিষ্ট নয়। এর মধ্যে ১৮ ইয়াবা কারবারি গত ৯ মাসেরও বেশি সময় ধরে কক্সবাজার শহরের পুলিশ লাইনসের আশপাশের এলাকায় মধ্যস্থতাকারিদের হেফাজতে রয়েছে।
এনএস