মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ১০ সুস্থ মাদকাসক্ত রিকভারিকে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে পূর্নবাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এসময় তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে কারিতাস ইকোনমিক রি-ইন্টিগ্রেশন প্রকল্পের আশুলিয়ার গনকবাড়ী অফিসের উদ্যোগে এ আর্থিক সহায়তা দেয়া হয় এবং মাদাকাসক্ত রিকভারিদের অর্থনৈতিক পূর্নবাসনের জন্য হাফ ইয়ারলি সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে পরে ৫ জন সুস্থ মাদকাসক্ত মহিলা রিকভারি ব্যক্তিকে আত্মকর্মসংস্থানের জন্য প্রথম ধাপে ৮ হাজার টাকা এবং ৫ জন পুরুষ রিকভারী সদস্যকে ২য় ধাপে ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।
এস্ময় উপস্থিত ছিলেন, হাজী ওয়াজউদ্দিন স্কুলের সহকারী শিক্ষক মোঃ আরিফ হোসেন, অনির্বান ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান, সমাজ সেবক মোঃ শামীম, মজিবর রহমান, ধামসোনা ইউনিয়নের ৬ং ওয়ার্ডের মেম্বার আলহাজ আবু সাদেক ভুইয়া প্রমূখ।
বক্তারা এসময় বলেন, মাদকাসক্ত থেকে রিকভারি ব্যক্তিরা যাতে সমাজে কোনো মানুষ দ্বারা হয়রানির শিকার না হয় এবং তাদের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে হয়।