শনিবার, ০৩ মে ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
আশুলিয়ায় পরিত্যক্ত একটি কূপ থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আশুলিয়ার সদরপুর গ্রামের জনমানবহীন এলাকার একটি বাউন্ডারির ভেতরের কুয়া থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহটি ৩২ বছর বয়সী মোছা. পলির বলে দাবি করেছেন তার স্বজনরা। পলি আশুলিয়ায় পলমল গ্রুপের আর. কে-২ নামের একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তার বাড়ি ঝালকাঠি জেলার পুঞ্জিপুতি পাড়া গ্রামে। স্বজনরা জানান, গত ১১ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, পলমল গ্রুপের শ্রমিক পলি গত মঙ্গলবার (১১ অক্টোবর) ছুটির পর অফিস থেকে বের হয়ে যায়। পরদিন থেকে পলি আর অফিসে যায়নি।
অফিসের সহকর্মীরা তার খোঁজ করতে থাকে। এমনকি কারখানার সুপারভাইজার আল-আমিন তাঁর খোঁজে নিজের স্ত্রীকে আমাদের বাড়ি ঝালকাঠি পাঠায়। সেখানেও পলির খোঁজ মেলেনি।
পরে আজ কারখানার শ্রমিকরা আমাদের জানায় ওই কুয়ার ভিতরে একটি লাশ আছে। সেই লাশ পলির কিনা তার খোঁজ নিতে বলে সহকর্মীরা।
তবে কুয়ায় লাশের খবর তারা কিভাবে জানে এটা তারা বলেনি। খবর পেয়ে পলি ও তার স্বজনরা পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সহায়তায় ওই কুয়া থেকে লাশ উদ্ধার করে।
তবে গলিত হওয়ায় নারীর পরিচয় শনাক্ত না করা গেলেও পরিধেয় কাপড় দেখে পরিবার দাবি করেন এটিই পলির মরদেহ।
এ ব্যাপারে আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাচিব শিকদার বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। লাশের পরিবার দাবি করলেও যেহেতু মুখমন্ডল বোঝা যাচ্ছেনা তাই তার মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত ও অন্যান্য পরীক্ষা করা হবে মরদেহটির। সেজন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।