বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রী সুবর্ণা আক্তার (২০)কে কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী জনিকে (২৪) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ১টারদিকে আশুলিয়ার বুড়িরবাজার বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার জনি জামালপুর জেলার সদর থানার কলাবাধা গ্রামের মো. জিয়াউল মিয়ার ছেলে এবং নিহত সুবর্ণা একই জেলার সরিষাবাড়ী থানার আদরাচর গ্রামের সুজন মিয়ার মেয়ে। তারা আশুলিয়ার বুড়িরবাজার এলাকার চান মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। জনি পেশায় পোশাক শ্রমিক এবং সুবর্ণা গৃহিণী ছিলেন। প্রায় চার বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ঘরে এক বছরের শিশুসন্তান রয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন আহমেদ নয়ন বলেন, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ১টার দিকে রান্না করছিলেন সুবর্ণা আক্তার। এ সময় তার স্বামী জনির সঙ্গে বাগবিতণ্ডা হয়৷পরে স্বামী রান্নায় ব্যবহৃত কাঠের চলা দিয়ে আঘাত করলে হাসাপাতালে নেওয়ার পর মারা যান সুবর্ণা আক্তার। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৷ সে সঙ্গে স্বামীকে আটক করা হয়৷
এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।