বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় চুরি হওয়া ল্যাপটপ-প্রিন্টারসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার (২১ নভেম্বর) দুপুরে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।
এর আগে, শনিবার (১৯ নভেম্বর) রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারও আগে গত ১৭ নভেম্বর আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি দোকানে এ চুরির ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রংপুরের কোতোয়ালী থানার আদর্শ পাড়ার আতিউর রহমানের ছেলে মো. রাকিবুল ইসলাম রুবেল (২৮), গাইবান্ধার সুন্দরগঞ্জের চরিতাবাড়ি এলাকার কোরবান আলীর ছেলে আব্দুস সাত্তার শিপন (২৪), ময়মনসিংহের হালুয়াঘাটের সুর্যপুরের আ. কাদেরের ছেলে মো. আল আমিন (২০)। তারা সবাই আশুলিয়ার বিভিন্ন এলাকায় থাকতেন।
ডিবি পুলিশ জানায়, দোকানের মালিক রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরের দিন এসে দেখতে পান, দোকানের বেড়া কাটা ও একটি ল্যাপটপ ও দুটি প্রিন্টার নেই। পরে তিনি আশুলিয়া থানায় মামলা দায়ের করলে সেটির তদন্তভার ডিবি পুলিশকে দেওয়া হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করে।