রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোটার : পূর্ব শক্রুতার জের ধরে আশুলিয়ায় এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সকালে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাহবুবুর রহমান (৩৫) নিজ বাসভবন থেকে পল্লীবিদ্যুৎ এলাকায় জিম করতে যাচ্ছিলেন। পরে তিনি পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছেলে ৭ থেকে ৮ সদস্যের একদল যুবক লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়।
এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাথারী কুপিয়ে আহত করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। এলাকাবাসীর দাবি, রাজনৈতিক কোন্দলের জের ধরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।