বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
আশুলিয়ায় জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। জামগড়া ইয়ন মোড়ে কারিতাস অঙ্কুর প্রকল্পের সহযোগিতায় এই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ভুক্তভোগী গার্মেন্ট কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিভিন্নস্তরের জনগণ অংশগ্রহণ করেন। এসময় পরিস্কার পরিচ্ছন্ন রাস্তা চাই, টয়লেটের পানিতে হাটবো না জলাবদ্ধতায় থাকবো না সহ বিভিন্ন ধরণের লেখা ফেসর্টুন হতে মানববন্ধনে অংশ নেন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীরচট কুলআলী মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ মহোসিন মোল্লা। ম্যাসেস স্কুলের পরিচালক মঞ্জুরুল ইসলাম, আলহাজ্ব আবু তালেব মোল্লা পাবলিক স্কুলে পরিচালক মোঃ আওলাদ হোসেন, সমাজ সেবিকা ময়না বেগম, সমাজ সেবক জিয়াউর রহমান জিয়া,কারিতাস অঙ্কুর প্রকল্পের মাঠ কর্মকর্তা সাগর জেমস পালমা এবং অঙ্কুর প্রকল্পের কর্মীগন।
মানববন্ধন থেকে বক্তারা দীর্ঘদিনের জলাব্ধতার যে সমস্যা এলাকাবাসী ভুক্তভোগী হয়েছে তার সমাধানের জন্য প্রশাসনের কাছে জোড়ালো দাবি জানান। তারা বলেন, দীর্ঘদিনের যে সমস্যার রয়েছে তা হল-ছেলেমেয়েরা স্কুল, কলেজে, সরকারী-বেসরকারী কর্মজীবিরা কর্মস্থলে, গার্মেন্টস কর্মীদের চাকুরির ক্ষেত্রে, বাজার ক্ষুদ্রব্যবসী, সকলস্তরের মানুষের এবং বিভিন্ন পেশায় জড়িত ও তাদের যোগাযোগের ক্ষেত্রে জলাবদ্ধতার কারণে যাতায়াতের জন্য চরমভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন। সেই সাথে অর্থনৈতিকভাবেও তারা ক্ষতিগ্রস্থ হচ্ছে। নিরাপদ ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে টয়লেটের পানিতে সারা বছরই জামগড়া এলাকার বেশির ভাগ রাস্তায় জলাবদ্ধতায় থাকে। যার করণে পানিবাহিত রোগ ডায়েরিয়া, আমাশয়, কলেরা টাইফয়েট, ক্রিমিজনিত ইত্যাদি রোগ সবসময় লেগেই থাকে। তাই এলাকবাসী স্থানীয় প্রশাসনের কাছে রাস্তাগুলো সংস্কারের জোর দাবী করেন।