রবিবার, ১১ মে ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
আশুলিয়ায় কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান পরিচয় দিয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে দু’জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী ও ছেলে-মেয়ে আহত হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশী পিস্তল ও ছুরি উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৩১ মে) দুপুরে আশুলিয়ার পলাশবাড়ীর গোচারারটেক এলাকার কুয়েত প্রবাসী মোসলেম শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
আটকরা লক্ষীপুর সদর উপজেলার হাজিপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আব্দুর রহমান (৩৭) ও গোপালগঞ্জের কাশিয়ানি থানাধীন মজরা গ্রামের রেজাউল করিমের ছেলে সজল মিয়া।
ঘটনায় আহত আশুলিয়ার পলাশবাড়ীর গোচারারটেক এলাকায় মোসলেমের স্ত্রী শিরিন আক্তার (৩৯), তার ছেলে শাকিল শেখ (২২) ও মেয়ে মুনমুন আক্তার মুন্নি (১৬)।
শিরিন আক্তার জানান, বেলা ১১টারদিকে দু’ব্যক্তি দরজার সামনে দাঁড়িয়ে কুয়েত থেকে পার্সেল এসেছে বলে জানান। দরজা খুলতেই তার পেটে পিস্তল ঠেকিয়ে মুখ বন্ধ করে আমাদের ঘরে প্রবেশ করতে বলে। পরে ঘরে ঢুকেই মেয়ে মুন্নি ও ছেলে শাকিলসহ তাকে মারধর করে ওই দু’জন। এ সময় তার মেয়ে বাসা থেকে বের হয়ে আশপাশের লোকজনকে ডাক দিলে তারা এসে তাদের গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।
আশুলিয়া থানার ওসি (অপারেশন) আব্দুর রাশিদ জানান, আমরা এসে সবাইকে আহত অবস্থায় পেয়েছি। ডাকাত সন্দেহ দু’জনকে মারধর করে স্থানীয়রা। এরআগে বাড়ির মালিকসহ তিনজনকে ওই ডাকাতরা মারধর করে আহত করেছে। সবাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় একটি দেশীয় পিস্তল ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এছাড়া তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।