রবিবার, ০৪ মে ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
আশুলিয়ায় একটি তৈরী গার্মেন্টস ফ্যাক্টরির গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (৬ আগস্ট) বিকেল ৪টার দিকে আশুলিয়ার টংগাবাড়ী এলাকার গ্রীন লাইন লিমিটেড নামের পোশাক কারখানার একটি কার্টুনের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল আনুমানিক ৪টার দিকে ওই কারখানার ভেতর থেকে ধোয়ার কুন্ডলি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে কারখানার কর্মীরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, ওই গোডাউনে কার্টন, হ্যাঙ্গার ও গার্মেন্টস এক্সেসরিজ মজুত ছিল। আমরা এখনও কোনো তথ্য সংগ্রহ করতে পারিনি। আগুন নিয়ন্ত্রণের পর বিস্তারিত জানা যাবে।