বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
আশুলিয়ায় কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি পরিচালিত সুনামধন্য ফ্যান্টাসি কিংডমের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন কারখানায় কোর্টেশন দেয়ার অভিযোগ উঠেছে কর্মরত এক ড্যান্সার দম্পতির বিরুদ্ধে। এছাড়া ডিউটি অবস্থায় অফিস ফাঁকি দিয়ে বাহিরের বিভিন্ন ইভেন্ট ও প্রোগ্রাম করে লক্ষ লক্ষ টাকা বাণিজ্যের অভিযোগও রয়েছে এই দম্পতির বিরুদ্ধে।
জানা যায়, আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত ফ্যান্টাসি কিংডমের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে ঘাপটি মেরে আছে একটি চক্র। এ প্রতিষ্ঠানের অধীনস্থ ড্যান্সার হিসেবে চাকরি করেন হারুন-সোনিয়া দম্পতি। তারা ফেসবুকে ফ্যান্টাসির নাম ব্যবহার করে পেইজ খুলে বাহিরের বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট করে যাচ্ছেন। এছাড়া অনুমতি ব্যতীত একাধিক পোশাক কারখানায় কোর্টেশন দেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সুনামধন্য এই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ডিউটি অবস্থায় বাহিরের ইভেন্ট ম্যানেজমেন্ট ও কোর্টেশন দেয়ায় সবাই ভেবে নেয় এটি ফ্যান্টাসি কিংডমেরই ইভেন্ট। আর এতে করে হারুন-সোনিয়া দম্পতি হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি এই প্রতিবেদককে জানান, ফ্যান্টাসি কিংডমে হারুন-সোনিয়া দম্পতি ছাড়াও ৭/৮ জন ড্যান্সার বেতনভুক্ত হিসেবে কর্মরত আছেন। তবে হারুন-সোনিয়া দম্পতির মতো ডিউটি ফাঁকি দিয়ে বাহিরে কেউ ইভেন্ট ম্যানেজমেন্ট বা কোর্টেশন দেন না। হারুন-সোনিয়া ফ্যান্টাসির নাম ভাঙ্গিয়ে লক্ষ লক্ষ টাকার বাণিজ্য করে জামগড়া এলাকায় ইতিমধ্যে প্রায় ১৬ লাখ টাকায় ৪ শতাংশ জমি ক্রয় করেছেন। মূলত এই দম্পতি ফ্যান্টাসি কিংডমে কর্মরত রামকৃষ্ণ সাহা ও মার্কেটিং এক্সিকিউটিভ ইমনের প্রশ্রয়ে ডিউটি ফাঁকি দিয়ে বাহিরের ইভেন্ট ম্যানেজমেন্ট ও কোর্টেশন দিয়ে থাকেন বলে জানান তারা।
এ বিষয়ে জানতে অভিযুক্ত হারুনের মুঠোফোনে কল করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ফ্যান্টাসি’ নামে পেইজ খুলেছি, তবে ‘ফ্যান্টাসি কিংডম’ নামে নয়।
অভিযোগের বিষয়ে ফ্যান্টাসি কিংডমে কর্মরত রামকৃষ্ণ সাহা বলেন, অফিস টাইমে কেউ বাহিরে গেলে অবশ্যই আমাদের বলে যায়। ডিউটিরত অবস্থায় অনেকে ১০ মিনিট, ১৫ মিনিটের জন্য কিংবা অনেকসময় দাওয়াতের কথা বলে তারা বাহিরে যায়। তবে ডিউটির বাহিরে যদি কিছু করে তাহলে ওটা তো আমাদের বিষয় নয়।
জানতে চাইলে ফ্যান্টাসি কিংডমের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জিন্নাই ম্যাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে তারা ডিউটি অবস্থায় বাহিরে কিছু করলে ওটা অবশ্যই আমাদের দেখার বিষয়।
এ বিষয়ে ফ্যান্টাসি কিংডমের জেনারেল ম্যানেজার (জিএম) মেজর (অবঃ) মঞ্জুর বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।