রবিবার, ১৮ মে ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডের ঘটনায় ওই কলোনির ১২ টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে আশুলিয়ার জামগড়া বেরন এলাকার আব্বাস মার্কেটের পিছনে মাসুদ রানার মালাকানাধীন শ্রমিক কলোনিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আধাঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, প্রথমে কলোনির পাশের একটির মুদির দোকান থেকে আগুনের সূত্র পাত ঘটে৷ পরে ধীরে ধীরে পাশে থাকা কলোনিতে আগুন ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে ওই কলোনির ১২টি কক্ষ পুড়ে যায়।
এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।