সোমবার, ২৬ মে ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
লামায় অবৈধ ইটভাটা পানি নিয়ে নিভিয়ে দিচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযানে অবৈধ ছয়টি ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দিনব্যাপী বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন, মো. কায়েসুর রহমান ও মো. নাজমুল হাসান মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। এই সময় ড্রাম চিমনি ভেঙে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে ৬টি ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর বান্দরবনের সহকারী পরিচালক সিনিয়র কেমিস্ট এ.কে.এম ছামিউল আলম জানান, ফাইতং ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধ ৩০টি ইটভাটা রয়েছে। ওই ইটভাটাগুলো পাহাড় কেটে বানানো।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। অবৈধভাবে ইটভাটা পরিচালনা করা, পাহাড় কাটা এবং পরিবেশের ক্ষতি করায় ফাইতং ইউনিয়নে স্থাপিত এমএমবিকে ২ লাখ পঞ্চাশ হাজার, এমএসবিকে ৩ লাখ, ফাই এমবিকে ২ লাখ পঞ্চাশ হাজার, এসবিডাব্লিউকে ৩ লাখ, কেবিসিকে ৩ লাখ ও এফএসি ইটভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে র্যাব-১৫, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
এসএস