বুধবার, ২১ মে ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
সাভার প্রতিনিধি : সাভারে ব্যবসা দখলকে কেন্দ্র করে এক ইন্টারনেট ব্যবসায়ীর সংযোগ লাইন কেটে দেওয়ার অভিযোগ উঠেছে থানা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রব সজিবেব বিরুদ্ধে। এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত আসমা ব্রডব্যান্ড নেটওয়ার্কের ম্যানেজার আলতাফ হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত দশ বছর যাবত সাভার পৌর এলাকার রাজাশন, শাহীবাগ, সাভার বাজার বাসস্ট্যান্ড ও আশেপাশের কয়েকটি মহল্লায় ইন্টারনেট সেবা দিয়ে আসছে আসমা ব্রডব্যান্ড নেটওয়ার্ক নামক প্রতিষ্ঠানটি। গত ১৭ জানুয়ারী রাতে আব্দুর রব সজিব তাদের ইন্টারনেট ব্যবসার সংযোগ কেটে দিয়ে এক লক্ষ টাকার ক্ষতিসাধন করে।
গত দু’বছর আগেও একই কাজ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ার পর এলাকার শালিশ বৈঠকে ভবিষ্যতে এ ধরণের কাজ করবে না বলে অঙ্গীকার করে সজিব। এ ব্যাপারে ভুক্তভোগী আসমা ব্রডব্যান্ড নেটওয়ার্কের সত্বাধিকারী ইউনূস পারভেজ বলেন, বিটিআরসি থেকে বৈধ লাইসেন্সপ্রাপ্ত একজন ইন্টারনেট ব্যবসায়ী তিনি।
গত ১৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত সাভার পৌর নির্বাচনের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পদে পরাজিত হওয়ার পর থেকেই তাকে দূর্বল মনে করে ব্যবসা দখলের পায়তারা করছে একটি চক্র। নির্বাচনের পরের দিন থেকে গত কয়েক দিন বিভিন্ন সময় রাতের আধারে ইন্টারনেটের সংযোগ লাইন কেটে দেয় পাশ্বতী দেওগাঁও এলাকা ও সাভার নিউ মার্কেটে সংযোগ প্রদানকারী ইন্টারনেট ব্যবসায়ী আব্দুর বর সজিবের লোকজন।
এতে বিভিন্ন সময় সংযোগ বিচ্ছিন্ন থাকায় তার ব্যবসার বড় ধরণের ক্ষতিসাধন সহ চরম ভোগান্তিতে পরে গ্রাহকরা। পরে গত ১০ ফেব্রুয়ারী বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে পারভেজ বিষয়টি মীমাংসার জন্য সাভারের বাকটাউন লালটেক এলাকায় সজিবের বাড়িতে গেলে তার ওপর চড়াও হন সজিব ও তার বাবা সেলিম।
এসময় অকথ্য ভাষায় গালিগালাজ ও মারমুখী হয়ে হামলা করতে এগিয়ে আসলে সেখান থেকে মোটরসাইকেল যোগে দ্রুত চলে আসেন পারভেজ। তবে বিষয়টি ধামাচাপা দিতে তার বাড়িতে হামলা করে তাকে আহত করার অসত্য তথ্য দিয়ে কয়েকটি অনলাইন পোর্টালে সজিব নিউজ প্রকাশ করান বলেও অভিযোগ করেন পারভেজ।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানান, সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে এলাকায় দাপিয়ে বেড়ান সজিব। তার বিরুদ্ধে মাদক সেবনসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত কয়েক বছর আগে প্রকাশ্যে মদ পান করে মাতলামির অভিযোগে সজিবের বাবা সেলিমকে আশেপাশের লোকজন গণধোলাই দেয় বলেও জানায় স্থানীয়রা।
এসএস