সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
ফাইল ছবি।
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যীশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন অবকাশ উপলক্ষে আগামীকাল সোমবার থেকে ১২ দিনের ছুটি শুরু হবে। চলবে আগামী ৪ জানুয়ারী পর্যন্ত। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, শীতকালীন ছুটি ও বড় দিন উপলক্ষে আগামী ২৩ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ এবং ২৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে যথারীতি কার্যক্রম চলবে। প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত ও ভাইস-চ্যান্সেলর মহোদয়ের পরামর্শক্রমে শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এসএম