বুধবার, ০৭ মে ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
অনলাইন রিপোর্ট: বুধবার বিকেল থেকে ফেসবুকে একটি পোস্টারের ছবি ঘুরছে। ছবিতে দেখা যায়, ইলিয়াস কাঞ্চনকে অপমান করে ড্রাইভার ও মালিকদের ঘাতক বলা হয়। পোষ্টারের নিচে গাজীপুর জেলার কথা লেখা থাকলেও তবে পোষ্টারটি কবে এবং কোথায় লাগানো হয়েছিল সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
এমন মানুষটিকে অপমান করে বানানো পোষ্টার ঘুরছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। ব্যবহারকারীরা এমন পোস্টারের তীব্র প্রতিবাদ ও সমালোচনা করছেন।
আব্দুল আওয়াল সবুজ নামের একজন ফেসবুক ব্যবহারকারী লিখেন, যে লোকটা সড়ক দুর্ঘটনায় নিজ স্ত্রীকে হারানোর পর থেকে নিঃস্বার্থভাবে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করে যাচ্ছেন তার এই অপমান মেনে নেয়া যায় না।
ইফরাত সুমি লিখেন, এ দেশে ভালো কাজের পুরস্কার এমনি হয়। তাই বলে কি থেমে থাকলে চলবে, কখনো না।
প্রসঙ্গত, ১৯৯৩ সালে এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারিয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এরপরই শুরু করেছিলেন নিরাপদ সড়ক আন্দোলন।
দৈনিকবিডিনিউজ৩৬০/এমএম