বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ মে প্রকাশ হতে পারে। সে লক্ষ্যেই কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই প্রকাশিত হয় ফলাফল। এবারো এ রীতিই বজায় রাখতে চায় মন্ত্রণালয়।
জানা গেছে, ইতোমধ্যে সকল সাধারণ শিক্ষা বোর্ডগুলো ফলাফল তৈরির কাজ প্রায় শেষ করে এনেছে। তবে অনেকটাই পিছিয়ে আছে মাদরাসা শিক্ষা বোর্ড।
ফল প্রকাশের বিষয়ে শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে আজ ২১ এপ্রিল, মঙ্গলবার ভিডিও কনফারেন্স করতে যাচ্ছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব মো. মাহবুব হোসেন। এ বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এ বছর সারাদেশের ১০টি বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী। ৩ ফেব্রুয়ারি শুরু হওয়া তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১৭ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা চলে ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত।
এসএস