সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ পুরুষ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
স্পোর্টস রিপোর্টার : অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেনের জোড়া হাফ-সেঞ্চুরিতে সাউথ এশিয়ান (এসএ) গেমসে হ্যাটট্রিক জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ পুরুষ ক্রিকেট দল। আজ শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক নেপালকে ৪৪ রানে হারিয়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে মালদ্বীপকে ১০৯ রানে এবং দ্বিতীয় ম্যাচে ভূটানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল নাজমুল হোসেন শান্তরা। আগামীকাল রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
নেপালের কীর্তিপুরে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেয় স্বাগতিকরা। শুরুতেই বাংলাদেশের দুই ওপেনার মোহাম্মদ নাইম ও সৌম্য সরকার ফিরে যান। দুই ওপেনারের পর ব্যর্থতার পরিচয় দেন সাইফ হাসান। পরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন পঞ্চম উইকেটে ৯৪ রান যোগ করেন। এতে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান পায় বাংলাদেশ।
১৫৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে নেপাল। ১৪ রানে ৩ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রানের বেশি করতে পারেনি নেপাল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন অধিনায়ক জ্ঞ্যানেন্দ্র মালা। বাংলাদেশের সুমন-তানভীর-সৌম্য-মেহেদি ২টি করে উইকেট নেন।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএম