রবিবার, ০৪ মে ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
ওজু করতে গিয়ে একজন মুসলিম (বা মুমিন) যখন মুখ ধোয়, তখন পানির সঙ্গে (বা পানির শেষ ফোটার সঙ্গে) তার চোখে দেখা সব গুনাহ ঝরে যায়।
যখন দু’হাত ধোয়, তখন পানির সঙ্গে (বা পানির শেষ ফোটার সঙ্গে) তখন হাতে ধরে কৃত সব গুনাহ ঝরে যায়।
যখন দু’পা ধোয়, তখন পানির সঙ্গে (বা পানির শেষ ফোটার সঙ্গে) পায়ে হেঁটে গিয়ে কৃত সব গুনাহ ঝরে যায়।
এভাবে সব গুনাহ থেকে সে পবিত্র হয়ে যায়। (মুসলিম: ২৪৪)।