মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে অসংখ্যবার ব্যাটসম্যানদের ‘পারফিউম’ ডেলিভারি ‘উপহার’ দিয়েছেন ওয়াসিম আকরাম। এবার সাবেক পাক পেসারকে বিশেষ ‘পারফিউম’ বল উপহার দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার ব্রেট লি। শুক্রবার অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-পাকিস্তান দিবারাত্রি টেস্টের প্রথম দিনে ধারা বিবরণীর ফাঁকে আকরামের হাতে এ বল তুলে দেন তিনি।
খেলোয়াড়ি জীবনে ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের নাম ছিলেন আকরাম। আন্তর্জাতিক ক্রিকেটে ৯০০-এর বেশি উইকেট নেন তিনি। সুইং অব সুলতানের পারফিউম ডেলিভারিতে পরাস্ত হন বিশ্বের বাঘা ব্যাটসম্যানরা।
এদিন সেই বিধ্বংসী পেসারের হাতেই পারফিউম বল তুলে দেন লি। এর ভিডিও টুইটারে পোস্ট করেন সাবেক অজি স্পিডস্টার। ক্যাপশনে লেখেন, সুইং মাস্টারের কাছে একটি মামুলি ব্যাপার। এত উইকেট সংগ্রহের কী এটাই গোপন রহস্য?
এটি আসলে লাল বলের আকারে একটি পারফিউম। আন্তর্জাতিক ক্রিকেটে আকরামের অর্জনের কথা মাথায় রেখে এ বল আকৃতির পারফিউম তৈরি করা হয়েছে। বলের সিমে সোনালি রঙে চারদিকে লেখা রয়েছে টেস্ট ক্রিকেটে তার উইকেটের সংখ্যা।
আন্তর্জাতিক ক্যারিয়ারে আকরামের ঝুলিতে রয়েছে ৪১৪টি টেস্ট এবং ৫০২টি ওয়ানডে উইকেট। বিশ্বের প্রথম বোলার হিসেবে একদিনের ফরম্যাটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। দুদার্ন্ত বোলিং টেকনিকে ১৫ বছরের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলেন বাঁহাতি পাক বোলিং মেশিন।
আকরামের মতোই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যানদের জন্য ত্রাস ছিলেন লি। ৩ ফরম্যাটের ক্রিকেটে ৭০০’র বেশি উইকেট শিকার করেন তিনি। টেস্টে ৩১০টি,ওয়ানডেতে ৩৮০টি একং টি-টোয়েন্টিতে ২৮টি উইকেট নেন ডানহাতি পেসার।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএম