মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
আটক ইউপি চেয়ারম্যান আ ন ম শহীদ উদ্দিন ছোটন
হামলার ঘটনায় কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ ন ম শহীদ উদ্দিন ছোটনকে আটক করেছে দুদক। রাত ১১টার দিকে কক্সবাজার শহর থেকে তাকে আটক করা হয়। হামলার পরপরই অভিযুক্ত বেলাল নামের আরও এক যুবককে আটক করে পুলিশ । আটক ইউপি চেয়ারম্যানকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
দুদক চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক জাফর সাদেক শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।
হামলায় আহতরা হলেন- দেলোয়ার, রুহুল আমিন ও মফিজ আলম।
আহত রুহুল আমিন বলেন, কুতুবদিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌসসহ থানার নানা অনিয়মের বিরুদ্ধে শ্রমিক লীগ নেতা মনোয়ারুল ইসলাম মুকুল গত বছরের শেষের দিকে দুদকে একটি অভিযোগ করেন। শনিবার (৩০ নভেম্বর) এ অভিযোগ সরেজমিনে তদন্তে আসেন দুদক কর্মকর্তারা। জবানবন্দি নিতে দুদক কর্মকর্তারা আমাকেসহ অন্য সাক্ষীদের কুতুবদিয়া উপজেলা সদরে ডাকেন। সেখানে সাক্ষ্য দিয়ে ফেরার পথে আমাদের ওপর হামলা চালানো হয়। বড়খোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শহিদুল উদ্দিন ছোটনের নেতৃত্বে ১০-১২জন সন্ত্রাসী আমাদের বেধড়ক পিটিয়ে জখম করে।
অভিযোগ দায়েরকারী মনোয়ারুল ইসলাম মুকুল বলেন, দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন মানুষকে জিম্মি করে টাকা আদায়, তবলার চরের বিতর্কিত জমি নিজে লাগিয়ত দিয়ে অর্থ আত্মসাৎ ও উপজেলার বিভিন্ন ব্যক্তিকে ধরে নিয়ে থানা হাজতে আটকে রেখে টাকা আদায়ের বিষয়ে ২০১৮ সালের ৬ আগস্ট আমি দুদকে একটি সুনির্দিষ্ট অভিযোগ করি। বিষয়টি তারা আমলে নিয়ে তদন্ত না করায় আমি হাইকোর্টে একটি রিট করি। যার নং- ১২২৯১। এর প্রেক্ষিতে হাইকোর্ট বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদককে নির্দেশ দেন।