শনিবার, ২৪ মে ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন
গ্লেন ম্যাক্সওয়েল ।ছবি: সংগৃহীত
মানসিক অবসাদের কারণে বিশ্রাম দরকার উল্লেখ করে গত অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছু দিন দূরে থাকার ঘোষণা দেয়া ম্যাক্সওয়েলকে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ উভয় দলেই রেখেছেন অস্ট্রেলিয়া নির্বাচকরা।
নির্বাচক ট্রেভর হন্স বলেন বিগ ব্যাশ লীগে(বিবিএল) মেলবোর্ন স্টার্সের অধিনায়কত্বকালে নিজের পারফরমেন্স দিয়েই পুনরায় দলে ফিরেছেন ম্যাক্সওয়েল। টুর্নামেন্টে ৪৩ দশমিক ২২ গড়ে তিনি মোট ৩৮৯ রান করেছেন।
অস্ট্রেলিয়ার হয়ে এ পর্যন্ত ১১০ ওয়ানডে এবং ৬১টি টি-২০ ম্যাচ খেলা ৩১ বছর বয়সী ম্যাক্সওয়েল তার ম্যাচ জয়ী সক্ষমতার সুবাদে ক্যারিয়ারের শুরুতে ‘বিগ শো’ নামে পরিচিতি লাভ করেন।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস