সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় মা ও তরুণী মেয়েকে ‘গরু চোর’ সন্দেহে এক রশিতে বেঁধে নির্যাতনের ঘটনায় নির্যাতিত মা-মেয়েসহ ৫ জনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের পহরচাঁদা এলাকায় মা-মেয়েকে নির্যাতনের ওই ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলামের নেতৃত্বে তাদের ওপর নির্মমভাবে নির্যাতন চালানো হয়েছে।
তবে চেয়ারম্যান মিরানুল ইসলাম অস্বীকার করে বলেছেন, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না। স্থানীয় জনতা ৫ জন গরু চোর আটক করলে তিনি পুলিশ ও ইউএনওকে ফোন দিয়ে সহায়তা করেছেন। তাদের আমি কোনোভাবে নির্যাতন করিনি এবং তাদের দেখেনি।
এদিকে, মা-মেয়েকে এক রশিতে বেঁধে নির্যাতনের ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, স্থানীয় জনতা গরু চোর আটক করেছে এমন খবর পেয়ে পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ২ নারী ও ৩ পুরুষ সদস্যকে স্থানীয় ইউপি কার্যালয় থেকে আটক করে প্রথমে চকরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বাদীর আবেদনের প্রেক্ষিতে শনিবার তাদের আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসএস