সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : জেলেদের জালে আটকে মারা যাওয়া ডলফিনগুলো ভেসে আসছে কক্সবাজারের বিভিন্ন উপকূলে। গত দুদিনে টেকনাফ উপকূলে ভেসে এসেছে দুটি বিশাল আকৃতির ডলফিন।
স্থানীয়রা জানিয়েছেন, ডলফিন খাবারর সংগ্রহের জন্য মাছের পালের পেছনে থাকে। জেলেরাও বিষয়টা জানে। মাছ ধরার জন্য জেলেরা সাগরের ডলফিনের চারপাশে জাল দিয়ে ঘিরে ফেলে। এসময় জেলেদের জালে আটকা পড়ে ডলফিনগুলো মারা যাচ্ছে।
শনিবার বিকাল কক্সবাজারের টেকনাফের শাপলাপুর সৈকতেও একটি বড় মৃত ডলফিন ভেসে আসে। ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।