মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
জব্দ করা তিনটি ডাম্পার ও একটি এক্সেভেটর ।ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রাতের আঁধারে লাইট লাগিয়ে এক্সেভেটরের সাহায্যে পাহাড়ের মাটি কাটাকালে অভিযানে তিনটি ডাম্পার ও একটি এক্সেভেটর জব্দ করেছে বনবিভাগের বিশেষ অভিযানিক দল ।
শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজার সদরের ঈদগাঁওর ইসলামাবাদ ফকিরাবাজারস্থ বটগাছতলায় এ পাহাড় কাটার ঘটনা ঘটছিলো।
কক্সবাজার উত্তর বিভাগীয় বন অফিসের সহকারি বন সংরক্ষক (এসিএফ) ও বিশেষ টিমের প্রধান মো. সোহেল রানার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এসিএফ সোহেল রানা জানান, কক্সবাজার সদরের ঈদগাঁওর ইসলামাবাদ ইউনিয়নের ফকিরাবাজার বটগাছতলায় একটি প্রভাবশালীমহল পাহাড় কাটছিলো বলে খবর আসে। কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলামের নির্দেশে অভিযান চালানো হয়। অভিযানে পাহাড় কর্তনের মাটি বহনকালে ঘটনাস্থল হতে তিনটি ডাম্পার, মাটি কর্তনে ব্যবহৃত একটি এক্সেভেটর জব্দ করা হয়। এ ঘটনায় একাধিকজনকে আসামি করে মামলা করা হয়েছে।
অভিযানে ঈদগাঁও রেঞ্জের কর্মকর্তা হাফিজুর রহমান, ডুলহাজারা বনবিট কর্মকর্তাসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন। জব্দকৃত মালামাল ভোমরিয়াঘোনা বিট হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন এসিএফ সোহেল রানা। কিন্তু, পাহাড় কাটায় কারা জড়িত এবং মামলায় কাদের আসামি করা হয়েছে সে বিষয়ে কিছুই খোলাসা করেননি তিনি। অভিযানের স্বার্থে এটি বলা যাচ্ছে না বলে উল্লেখ করেন এসিএফ।
এসএস