মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রাণহানি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জন পুরুষ ও চারজন নারী। মৃত্যুবরণকারীদের মধ্যে ১৫ জন হাসপাতালে এবং একজন বাড়িতে মারা যান। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩১৪ জনে। এসময়ে ৪৪৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশের ২১৪টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৬১২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৮ লাখ ৯৩ হাজার ৬৫৪টি। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৪৪৩ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪১ হাজার ৮৭৭ জন।
রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮৯ হাজার ৩৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ২ দশমিক শূন্য ৬৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ২৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।
গতবছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। বুধবার ( ১৭ ফেব্রুয়ারি ) পর্যন্ত মোট মৃত্যু ৮ হাজার ৩১৪ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ২৯৩ জন (৭৫ দশমিক ৬৯ শতাংশ) ও মহিলা দুই হাজার ২১ জন (২৪ দশমিক শূন্য ৩১ শতাংশ)।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব চারজন এবং ষাটোর্ধ্ব আটজন রয়েছেন। গত ২৪ ঘন্টায় মৃত ১৬ জনের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রামে একজন, খুলনায় একজন এবং রংপুর বিভাগে দুইজন রয়েছেন।
এসএস