সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ অপরাহ্ন
তামিল সুপারস্টার বিজয়। ছবি: টাইমস নাউ।
এজিএস সিনেমা’ বিজয় অভিনীত ছবি ‘বিগিল’-এর প্রযোজনা করেছিল। ২০১৭ সালের অক্টোবরে বিজয় অভিনীত ‘মার্শাল’ ছবিটির বিরোধিতা করেছিল বিজেপি। তাদের দাবি ছিল, ছবির সংলাপে জিএসটি ও নোট বন্দির বিরুদ্ধে কটাক্ষ করা হয়েছে। সেখানে সমালোচনা করে হয়েছিল ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচিরও।
বিজেপি চেয়েছিল ছবি থেকে সেই সব সংলাপ সেন্সর করে দেওয়া হোক। তাদের দাবি, ওখানে সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে অসত্য পরিবেশিত হয়েছে।
জিএসটি প্রচলন করার পর তামিলনাড়ুতে প্রায় ১ হাজার সিনেমা হল বন্ধ রাখা হয় দীর্ঘদিন। তাদের প্রতিবাদ ছিল জিএসটির সঙ্গে স্থানীয় কর চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস