মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর দিনে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ও ইনডোর সীমিত পরিসরে চালু হচ্ছে।
এর আগে গত বছরের ১৫ আগস্ট হাসপাতালটির বহির্বিভাগ চালু হয়। ইমার্জেন্সি ও ইনডোর চালুর মধ্য দিয়ে হাসপাতালটি পূর্ণাঙ্গরূপে যাত্রার শুরুর পথে আরও একধাপ এগিয়ে গেল।
শনিবার অনুষ্ঠিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির তৃতীয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান, অধ্যক্ষ ডা. সজল কুমার সাহা, উপ-পরিচালক সৈয়দ মঞ্জুরুল হক অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা স্বাচিপ সভাপতি ডা. দীন মোহাম্মদ, জেলা বিএমএ সভাপতি ডা. মাহবুব ইকবাল, সাধারণ সম্পাদক ডা. এম এ ওয়াহাব বাদল, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল কাদির মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত বছরের ১৫ আগস্ট শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ চালু হয়। বর্তমানে ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগের রোগী দেখা হয়ে থাকে।
মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের নামে কিশোরগঞ্জ সদর উপজেলা যশোদল ইউনিয়নে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালটি প্রতিষ্ঠিত। ৫০০ শয্যার এই মেডিকেল কলেজ হাসপাতালটিতে আধুনিক ও উন্নতমানের চিকিৎসার জন্য অবকাঠামোগত সব সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও এখন পর্যন্ত জনবল কাঠামো অনুযায়ী ১০ ভাগ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পায়নি।
২০১২ সাল থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে প্রথম বর্ষে এমবিবিএস ক্লাসে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। শিক্ষার্থীদের এখনও কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে হাতে-কলমে কাজ শিখতে হচ্ছে।
পূর্ণাঙ্গভাবে এ মেডিকেল কলেজটি চালুর দাবিতে দীর্ঘদিন ধরে মানববন্ধন, সভা-সমাবেশসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে আসছে কলেজটির শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও এলাকাবাসী।
এসএস