বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
দুর্ঘটনাকবলিত বাস।ছবি-সংগৃহীত
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাজিরা বাজারে ফেনী থেকে ঢাকা যাওয়ার পথে স্টার লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে রাস্তায় উল্টে যায়। এসময় শীতাতপ নিয়ন্ত্রিত ওই বাসটির অন্তত ২০ জন যাত্রী আহত হয়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ময়নামতি জেনারেল হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। এরমধ্যে আহত জিয়াউদ্দিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এসএম