বুধবার, ১৬ Jul ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
কুমিল্লায় র্যাবের অভিযানে আটক হওয়া মাদক। ইনসেটে গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান।ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : কুমিল্লায় পিকআপে করে ইয়াবা ও গাঁজা পাচারকালে হাবিবুর রহমান (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জেলার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের মো. ইয়াসিনের ছেলে।
র্যাব-১১, সিপিসি-২, এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গোপন খবরে অভিযান চালানো হয়। এসময় পিকআপে তল্লাশি করে তিন হাজার ৬৪০ পিস ইয়াবা এবং ৩৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিব জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা বিভিন্ন স্থান থেকে এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। এ ব্যাপারে বিকেলে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
এসএস