বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রাজধানীর খিলক্ষেত থানাধীন মাস্তুল এলাকায় জনি মিয়া (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাতে মাস্তুল এলাকার দুলাল এন্টার প্রাইজের বালুর গদির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম জানান, রাতে বেকু দিয়ে ট্রাকে বালু তোলার সময় ডান চোখ ও কপালে আঘাত পেয়ে ঘটনাস্থলেই জনির মৃত্যু হয়। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জনির নানা দীন ইসলাম জানান, ১৫ দিন ধরে ওই বালুর গদিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন জনি। তিনি প্রতি ট্রাকে টোকেন দিতেন।
তিনি আরও জানান, প্রতিদিনের ন্যায় গতকাল সোমবার সন্ধ্যায় জনি বাসা থেকে কাজে বেরিয়ে যান। রাত তিনটার দিকে একজন আমাদের বাসায় এসে জানান, তিনি অ্যাক্সিডেন্ট করেছেন। পরে সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
দীন ইসলামের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে বালু ব্যবসায়ী দুলাল, রাকিব, আব্বাস, আরিফ বেকু মেশিন দিয়ে তাকে ধাক্কা দিয়ে হত্যা করেছেন।