সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
বুধবার (২০ নভেম্বর) রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের পূর্ব গজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছালাম গাজী ওই এলাকার মোহর আলীর ছেলে। পেশায় ঘের ব্যবসায়ী।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, কে বা কারা রাতে ছালাম গাজীকে কুপিয়ে গজালিয়া গ্রামের একটি রাস্তার ওপর ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। আরো পড়ুন : তিনি বলেন, তাকে মাথায় কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আমরা একজনকে আটক করেছি। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারে অভিযান চলছে।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএম