বুধবার, ০৭ মে ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
আহত বৃষ্টি জানান, মঙ্গলবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত তাকে নানাভাবে নির্যাতন করা হয়। নেশার জন্য ২০ হাজার টাকা চায় তার স্বামী। টাকা দিতে দেরি হওয়ায় তাকে অত্যাচার করে। বাড়ি থেকে ১ কি.মি. দূরে শাল বাগানে স্বামী সহ অপরিচিত ৪ জন তাকে গাছের ডাল, ইট দিয়ে মুখসহ সারা শরীরে আঘাত করে।
আহত বৃষ্টির বাবা বলেন, বৃষ্টি আমার বাড়িতে ছিল কয়েকদিনের জন্য। ঘটনার দিন আমার মেয়ে স্বামীর ভাড়া বাড়িতে ফিরে যায়। পরে বিকেলে আমাকে মোবাইলে দিয়ে ২০ হাজার টাকা চায় হানিফ। টাকা না দিলে মেয়েকে মেরে ফেলবে বলে হুমকি দেয়।
জানা যায়, টাকা নিয়ে স্ত্রীকে ফেলে চলে যায় হানিফ। পরে আহত বৃষ্টির বাবা তাকে নিয়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। সেখানকার ডাক্তাররা তাকে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। বর্তমানে বৃষ্টি এ হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি বলে জানান মেয়ের বাবা।
এসএস