বুধবার, ০৭ মে ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১। ফাইল ছবি
মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। আল মামুন কুমিল্লা সদর থানার মাতাইনপুর এলাকার মোস্তফা আহাম্মেদের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার সালমা আক্তার জানান, সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে আল মামুন। এ সময় তাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানা মামলা নং ৪৭(৯)১৮ ধারা ১৯০৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছিল বলে তিনি জানান।
এসএস