মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : গাজীপুরের শ্রীপুর উপজেলায় মোটরসাইকেল চোরকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। তার নাম হাবীব (২৮)। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে এ ঘটনা ঘটে ।
আটক হাবীব কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হিজলতলা গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে।
ডিসকভার ১৫০ সিসি কালো রঙয়ের মোটরসাইকেলটির মালিক শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের আব্দুস ছোবহানের ছেলে লিটন মিয়া (৩০)। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো ল ১৯-১৬৮৫ ।
আটককৃত চোর জানায়, বুধবার দুপুরে তানভীর নামে একজনের সঙ্গে এমসি বাজারে দেখা হলে তার পালসার মোটরসাইকেলে করে আমাকে এখানে নিয়ে আসা হয়। তানভীরের বাড়ি পাকুন্দিয়ায়। সে বহু আগে থেকেই আমার পরিচিত। তার সঙ্গে আরেকজন ছিল কিন্তু নাম জানা নেই। সে ওই মোটরসাইকেল চুরি করতে যায়। পরে গাড়িটি চুরি করে নিয়ে আসার সময় লোকজন ধাওয়া করলে তানভীর আমাকে সজোরে আঘাত করে পালিয়ে যায়।
ওই এলাকার চান মিয়া নামে এক প্রতক্ষ্যদর্শী জানান, গাড়িটি নেওয়ার সময় লিটনের ছোট্ট শিশুটি গাড়ির টাংকি জড়িয়ে ধরে রেখে কান্না করে। এ সময় শিশুটি চিৎকার করে বলছিল, আমার বাবার গাড়ি নিও না! তবুও সেই চোর দ্রতবেগে শিশুটিকে সরিয়ে দিয়ে গাড়িটির লক ভেঙে নিয়ে যায়। পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার সংলগ্ন ইউটার্নে ঘুরানোর সময় আটককৃত ওই চোর পড়ে গেলে সঙ্গীয় দুই চোর তাকে রেখেই পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা মোটরসাইকেলসহ চোরকে আটক করে।
শ্রীপুর থানার এসআই আশিষ কুমার জানান, আটককৃত চোর চুরির বিষয়টি স্বীকার করেছে। তার সঙ্গে আরও দুইজন ছিল। একজনের নাম তানভীর। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
এসএস